রায়গঞ্জ, ১৮ সেপ্টেম্বরঃ সাইকেলে করে হাটে যাওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রায়গঞ্জ শহর সংলগ্ন শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হোসেন আলি(৫৪)। বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকায়। পেশায় ব্যবসায়ী। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার একটি বেসরকারি হোটেলের সামনে উলটো দিক থেকে আসা মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলকে ধাক্কা মারে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় হোসেন আলির। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে শল্যচিকিৎসক সঞ্জয় শেঠ বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য ফলে মৃত্যু হয়েছে তার। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ঘাতক বাইকটিকে আটক করা হয়েছে। বাইক চালকের খোঁজে তল্লাশি চলছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OuaWnA
September 18, 2018 at 05:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন