উড়িয়ে দেওয়া হবে একাধিক স্টেশন, করাচি থেকে এল হুমকি চিঠি

হরিয়ানা, ২৬ সেপ্টেম্বরঃ দেশের একাধিক স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এমনই হুমকি চিঠি পেয়েছেন হরিয়ানার আম্বালা ক্যান্টমেন্ট রেল ডিরেক্টর। চলতি বছরের ২০ অক্টোবর আম্বালা সহ বেশ কয়েকটি স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরই স্টেশনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে স্টেশনগুলিতে।

পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবার পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ চিঠিতে পাকিস্তানের করাচির ঠিকানা দেওয়া রয়েছে। তবে কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এ বিষয়ে দায় স্বীকার করেনি।

চিঠিতে বলা হয়েছে, জগধারী, শাহারানপুর, জাখাল, হিসার, করনাল, রোহতক এবং পানিপথ স্টেশনও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। তবে শুধু রেল স্টেশন নয়, অক্টোবরে বেশ কিছু পেট্রোলপাম্প এবং মন্দিরও বিস্ফোরণ উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরই এফআইআরও দায়ের করা হয়েছে। গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dva68X

September 26, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top