মহিলা থানায় ঢুকে গণধর্ষণ হেড কনস্টেবলকে

পালওয়াল, ৯ সেপ্টেম্বরঃ মূলত ধর্ষণের ঘটনার অভিযোগ নেওযার জন্য বিভিন্ন রাজ্যে গঠিত হয়েছে মহিলা থানা। এবার মহিলা থানার মধ্যেই গণধর্ষিতা হলেন হেড কনস্টেবল। ভয়কর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়াল জেলার ফরিদাবাদে। দুই দুষ্কৃতী পালওয়ালের মহিলা থানায় ঢুকে সেখানকার ৩২ বছর বয়সি হেড কনস্টেবলের মাথায় ছুরি ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে বা থানায় অভিযোগ করলে ওই হেড কনস্টেবলকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। যদিও হুমকির পরোয়া না করেই তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।  ওই দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে গত চারবছর ধরে ধর্ষণ করছে বলে জানিয়েছেন ওই হেড কনস্টেবল।
ফরিদাবাদ মহিলা থানার স্টেশন-ইনচার্জ কমলা দেবী বলেন, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CALETf

September 09, 2018 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top