পানাজি, ১৭ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে বিজেপি ও তার শরিকদের টানাপোড়েনের মধ্যেই গোয়ায় সরকার গড়ার দাবি জানাল কংগ্রেস। গতবছর বিধানসভা ভোটের পর থেকে এই নিয়ে চতুর্থবার সরকার গড়ার দাবি জানাল তারা। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকার রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন। যদিও রাজ্যপাল মৃদুলা সিনহা শহরের বাইরে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। মঙ্গলবার তিনি পানাজি ফিরলে তাঁর সঙ্গে দেখা করবে কংগ্রেস। ৪০ আসনের গোয়া বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ২১ জন বিধায়কের সমর্থন। বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ১৬। অপরদিকে বিজেপির সদস্যসংখ্যা ১৪। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র তিন বিধায়ক এবং গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)-এর তিন বিধায়কের পাশাপাশি তিন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করছে। এনসিপির বিধায়ক রয়েছে একজন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NQBMct
September 17, 2018 at 08:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন