ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বরঃ আর্থিক সংকটে জর্জরিত পাক সরকারের প্রধানমন্ত্রী ইমরান খান এবার নিলামে তুললেন তাঁর পূর্বতনের ৮টি মহিষ। বৃহস্পতিবার সকালে নিলামে ৫টি বাছুর সহ এই ৮টি মহিষের মোট দাম উঠেছে ২৩ লক্ষ টাকা। এতদিন নওয়াজ শরিফের তত্ত্বাবধানে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এগুলি ছিল। তাই নেতার প্রতীক হিসাবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকেরাই এগুলি কিনেছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে বসার পরই ইমরান খান তাঁর সরকারের ঋণের বোঝা কমাতে মিতব্যয়িতার নীতি নেন। এই নীতির বাস্তব রূপায়ণের জন্য গত সপ্তাহে সরকারের ৬১টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলেন তিনি। তারপর মন্ত্রিদের ব্যবহৃত চারটি কপ্টার, বুলেট প্রুফ গাড়ি সহ ১০২টি অতিরিক্ত গাড়ি নিলামে বিক্রি করেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zzJ10x
September 27, 2018 at 10:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন