বানারহাট, ১০ সেপ্টেম্বরঃ এক রাতের বৃষ্টিতে ফের ভাসল বানারহাটের বিস্তীর্ণ এলাকা। চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার বন্যা পরিস্থিতি তৈরি হল বানারহাটে। তবে এবারের পরিস্থিতি সবথেকে ভয়াবহ। বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে হাতিনালা বেয়ে আসা জলে ভাসছে বানারহাটের বিস্তীর্ণ এলাকা। একে ভারত বনধের ডাক, তার উপর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সপ্তাহের প্রথম কাজের দিনেই বানারহাট সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার জনজীবন কার্যত স্তব্ধ। বানারহাটের বাসিন্দাদের দাবি, বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আগে হয়নি। রাত সাড়ে বারোটা নাগাদ হাতিনালার দুকুল ছাপিয়ে জল ঢুকতে শুরু করে। শান্তিপাড়া, সুভাষ নগর, হাসপাতাল পাড়া ইত্যাদি এলাকার বহু বাড়ির ঘরের ভেতর এক কোমর জল দাঁড়িয়ে যায়। এবার কিন্তু হাতিনালার জল রেল লাইনের ওপর দিয়ে বয়ে বানারহাট কলোনী ও বাজারেও ঢুকে পড়ে। বাজারের রাস্তাগুলিও আকার নেয়। বানারহাট হাই স্কুল প্রাঙ্গণে প্রায় এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। রেল লাইনের ওপর দিয়ে জলের স্রোত বইতে থাকায় বেশ কিছু এলাকায় রেল লাইনের মাটি ধুয়ে মুছে গিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
ছবিঃ সোমবার সকালে বানারহাটের রাস্তা। কৌশিক শীল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MfTeCd
September 10, 2018 at 10:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন