নয়াদিল্লি, ১ সেপ্টেম্বরঃ ট্রেন সফরে নিখরচায় পর্যটন বিমার সুবিধা আর পাবেন না যাত্রীরা। টিকিটের সঙ্গে আলাদা কোনও খরচ না করেই ট্রেনযাত্রীদের পর্যটন বিমা পাওয়ার সুবিধা যে বন্ধ হতে চলেছে, তা আগেই জানানো হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে এই নীতি কার্যকর হল। শনিবার এমনটাই জানালেন রেল মন্ত্রকের এক আধিকারিক। এবার থেকে পর্যটন বিমা ঐচ্ছিক হয়ে গেল বলে জানিয়েছে আইআরসিটিসি।
এতদিন পর্যন্ত আইআরসিটিসি প্রত্যেক রেলযাত্রীকে নিখরচায় যে বিমা দিত, সেখানে ট্রেন সফরের সময় মৃত্যু হলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত। নয়া অর্ডারে টাকার অংক এখনও জানানো হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NE9H51
September 01, 2018 at 03:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন