এবছরের পুজোয় প্যারোলে মুক্তি পাবেনা কোনো বন্দি, সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা, ২৯ সেপ্টেম্বরঃ এবছর পুজোয় প্যারোলে মুক্তি পাবেনা কোনো বিচারাধীন বন্দি। সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারণ হিসেবে জানা গিয়েছে পুজোর সময় পুলিশ কর্মীরা পুজোয় ব্যস্ত থাকবেন। তাই রাজ্যের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথমবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

নিয়ম মেনে কারা দপ্তরের কাছে ওই বিচারাধীন বন্দি বা আসামির পরিবারের তরফে নির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন জানালে তার আচার আচরণ বিচার করে কারা দপ্তর তাদের নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। অন্তবর্তীকালীন জামিন হিসাবে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী প্যারোলে মুক্তির বিধান রয়েছে। ওই বিচারাধীন বন্দি বা আসামী শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি পেয়ে থাকেন। পুলিশ প্রহরায় তাকে ক্ষনিকের জন্য মুক্তি দেওয়া হলেও পুনরায় ফিরে যেতে হয় জেলে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IqSGJF

September 29, 2018 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top