হায়দরাবাদ, ১৮ সেপ্টেম্বরঃ উচ্চবর্ণে বিয়ের অপরাধে তেলেঙ্গানার দলিত যুবক হত্যার ঘটনায় উঠে এল পাক যোগের তথ্য। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে দলিত যুবক প্রণয় পেরুমাল্লাকে হত্যার ঘটনায় বিহার থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে প্রণয়ের অভিযুক্ত হত্যাকারীও রয়েছে। এরা আদতে ‘সুপারি কিলার’ এবং প্রণয়কে হত্যা করতে এই দলটির সঙ্গে ১ কোটি টাকার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১৮ লক্ষ টাকা ইতিমধ্যে তারা পেয়ে গিয়েছে। ৭ জনের এই দলটির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর যোগসাজশ রয়েছে বলেও পুলিশের দাবি। এছাড়া ধৃত ৭ জনের মধ্যে মূল অভিযুক্ত ২০০৩ সালে গুজরাটের প্রাক্তন মন্ত্রী হরেন পান্ডেয়া হত্যাকাণ্ডেও দোষী সাব্যস্ত হয়েছিল। কয়েকবছর হাজতবাসের পর সে ছাড়া পেয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার গর্ভবতী অম্রুতাকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে যান প্রণয়। তখনই তিনি এক আততায়ীর হামলার শিকার হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় নিজের বাবা এবং কাকার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অম্রুতা। স্থানীয় রাজনৈতিক দলগুলিও এই ঘটনায় জড়িত থাকতে পারে অভিযোগ তুলে পুলিশের কাছে অম্রুতা বলেন, ‘আমার বাবার সঙ্গে রাজনীতির লোকেদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে আমাকে, প্রণয়কে এবং প্রণয়ের পরিবারকে হুমকি দিতেন।’ অম্রুতার এই বয়ানের ভিত্তিতে তাঁর বাবা এবং কাকাকে গ্রেফতার করেছে পুলিশ। তেলেঙ্গানার রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MQ9n1S
September 18, 2018 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন