গুয়াহাটি ও ইটানগর, ১৪ সেপ্টেম্বরঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে বানভাসি হল অসম, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চল। দুই রাজ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। ঘরছাড়া হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
অসম বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর, গত দু-দিনের টানা বৃষ্টিতে অসমের ঢেমাজি, চিরাং, লখিমপুর জেলার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। কেবল ঢেমাজি জেলার ১১৮টি গ্রাম ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ২৩ হাজার মানুষ। সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে ২২ বছরের এক যুবকের। এছাড়া লখিমপুর জেলার ৫৫টি গ্রাম ভেসে গিয়েছে। চিরাং জেলারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রায় একই অবস্থা অরুণাচল প্রদেশের। অরুণাচলের রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OpsSzX
September 15, 2018 at 12:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন