এশিয়া কাপের পাকিস্তান দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও ইয়াসির শাহ। এই দুজনের বাদ পড়া ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে খেলা পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে দলের সবাই এশিয়া কাপে আছেন। দলে ফিরেছেন ব্যাটসম্যান শান মাসুদ। হাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার এশিয়া কাপের দল থেকে বাদ পড়ায় ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারই ঝুলে গেল! পাকিস্তান দলে পেসার ছয়জন! ফাহিম আশরাফ, হাসান আলী, উসমান খান, মোহাম্মদ আমির, জুনাইদ খান, শাহিন আফ্রিদি- সবাই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা শাহিন আফ্রিদির আন্তর্জাতিক অভিষেক হয় গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৪টি। পাকিস্তান কোচ মিকি আর্থারকে তাকে সবচেয়ে সম্ভাবনাময় পেসার মনে করেন। এমনকি মিচেল স্টার্কের সঙ্গেও তুলনা করেন। দুবাইয়ে ১৬ সেপ্টেম্বর বাছাইপর্ব থেকে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এ গ্রুপে তাদের পরের ম্যাচ ১৮ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এশিয়া কাপে পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটকিপার), ফখর জামান, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, শাদাব খান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, আসিফ আলী, হারিস সোহেল, মোহাম্মাদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনাইদ খান, উসমান খান, শাহিন আফ্রিদি। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/২৩:০৩/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wJh8k5
September 05, 2018 at 05:09AM
04 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top