আবু ধাবি, ২৭ সেপ্টেম্বর- এ নিয়ে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। গেল দুইবারের আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা। এবারের লক্ষ্য তাই একটাই, আর তা হল এশিয়া কাপের শিরোপা জয়। পাকিস্তানের বিপক্ষে অনবদ্য জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মুশফিকুর রহিম। ভারতকে হারানোর প্রত্যয় জানিয়ে মুশফিক বলেন,এশিয়া কাপ শুরু হওয়ার আগে আমাদের লক্ষ্য ছিল অন্তত ফাইনাল যেন খেলতে পারি। ফাইনালে সেরা ক্রিকেট খেললে অবশ্যই জিতবো। এতো কষ্ট করে এতো দূর এসেছি, অবশ্যই আমাদের সুযোগ আছে খুব ভালো খেলে ভারতকে হারানোর। এর আগেও বাংলাদেশ ভারতকে হারিয়েছে মনে করিয়ে দিয়ে মুশফিক বলেন,এটা ঠিক যে আমরা ওদের বিপক্ষে ধারাবাহিকভাবে হয়তো ভালো খেলতে পারিনি। সাথে এটাও মনে রাখতে হবে, ওরা বিশ্বের সেরা দুটি দলের একটি। আমরা নিজেদের সেরাটা খেললে ওদের চাপে রাখা সম্ভব এবং জেতাও সম্ভব। এই প্রতিযোগিতায় বাংলাদেশ এখনও নিজেদের সেরাটা খেলতে পারেনি জানিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও তিন বিভাগ একসঙ্গে জ্বলে ওঠেনি। টপ অর্ডার ভালো করছে না। এগুলো সব যদি ভারতের বিপক্ষে জ্বলে ওঠে, তাহলে না জেতার কোনো কারণ নেই। ভারতেরও দুর্বলতা রয়েছে উল্লেখ করে মুশফিক বলেন, ভারত অবশ্যই অসাধারণ ক্রিকেট খেলছে। কিন্তু ওরাও মানুষ, ওরা ভুল করবে। যদি আগে ব্যাট করি এবং বড় স্কোর গড়তে পারি, শুরুতে ওদের চাপে রাখতে পারলে কিংবা রান তাড়া করলে ভালো শুরু পেলে না পারার কারণ নেই। ভারতের বিপক্ষে আমরা সেটিই করতে চাই। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ দুইবার এশিয়া কাপের ফাইনালে খেলে। ২০১২ সালে তারা অংশ নেয় ওয়ানডে ফরম্যাটে। অন্যদিকে ২০১৬ সালে খেলে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০১২ সালে মাত্র দুই রানে পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। সেই হার আজো বেদনাবিধূর স্মৃতি হয়ে রয়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OgcgO9
September 28, 2018 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top