পুজোয় কলকাতায় আসছেন রাহুল

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বরঃ‌ দুর্গাপুজোয় কলকাতায় আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। শনিবার তুঘলক রোডের বাসভবনে তিনি প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তরফে এই অনুরোধ করা হয়েছিল। নতুন প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে এদিন তাঁর বৈঠক ছিল। সূত্রের খবর, রাজ্য রাজনীতি নিয়েই সেখানে বেশি কথা হয়েছে। রাহুল গান্ধি নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে জানান তিনি ১৭ অক্টোবর কলকাতায় আসবেন। কলকাতায় পুজো দেখার পাশাপাশি কথা বলবেন বাংলার মানুষের সঙ্গেও। প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ারে বসে স্বয়ং কংগ্রেস সভাপতিকে পুজোর সময় বাংলায় নিয়ে আসা নিঃসন্দেহে সোমেন মিত্রের কাছে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন অনেকে। কারণ সামনেই লোকসভা নির্বাচন। সেখানে অষ্টমীর দিন রাহুল গান্ধির কলকাতা সফর বড় রাজনৈতিক পদক্ষেপ। বাংলার মানুষের কাছে তিনি জানতে চাইবেন কংগ্রেস সম্পর্কে তাঁদের ধারণা। কলেজ স্কোয়ারে তিনি আসছেন জনসংযোগ করার জন্য। অন্যদিকে রাহুল গান্ধির কথা দলের নেতাদের কাছে ভোকাল টনিক হিসাবে কাজ করবে। কলকাতায় এসে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানে কার সঙ্গে জোটে যাবে কংগ্রেস তাও আলোচনা হবে বলে সূত্রের খবর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বড় রাজনৈতিক শত্রু বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে যাওয়া হবে নাকি সিপিএমের সঙ্গেই জোট অটুট থাকবে তা ঠিক হবে শারদোৎসবের বৈঠকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OYOcML

September 29, 2018 at 10:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top