সুপ্রিম রায়ে বিপাকে ১৮০ মেডিকেল পড়ুয়া

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ সুপ্রিমকোর্টের রায়ে বাতিল হয়ে গেল কেরলের দু’‌টি বেসরকারি কলেজে ১৮০ জন পড়ুয়ার ভরতি প্রক্রিয়া। যার ফলে ঘোর বিপাকে পড়লেন ওই পড়ুয়ারা। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ওই পড়ুয়াদের ভরতিতে অনিয়ম হওয়ায় তাঁদের ভরতি প্রক্রিয়া বাতিল করা হয়েছে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে অর্ডিন্যান্স জারি করে ছাত্রদের ভরতি করার জন্য ভর্ৎসনাও করা হয় কেরল সরকারকে।

গত বছর মার্চে কেরলের কান্নুর মেডিকেল কলেজ এবং করুণা মেডিকেল কলেজে ১৮০ জন পড়ুয়া ভরতি হয়েছিলেন। কিন্তু ভরতিতে অনিয়ম থাকায় সেটি বাতিল করে দেয় অ্যাডমিশন সুপারভাইজরি কমিটি। ‌‌



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x3vagu

September 12, 2018 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top