দুবাই, ২৯ সেপ্টেম্বর- এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। হাতে উইকেট ৩টি। ব্যাট হাতে দুই প্রান্তের একটিতে রিটায়ার্ড হয়ে ফেরা কেদার যাদব ও অন্যদিকে কুলদীপ যাদব। প্রথম তিন বলে এলো ৪ রান। উল্লাস ফিরলো গ্যালারিতে। চতুর্থ বলে কোনো রান হলো না। তখন ভারত সমর্থকদের কারো গালে হাত, কেউ বা নখ কামড়াচ্ছেন। ৫ম বলটি কুলদীপ যাদবের প্যাডে লেগে লেগ সাইডে যেতেই দুই ব্যাটসম্যান প্রান্ত বদলে ২২২ রানে স্কোর লাইন সমান করে ফেললেন। স্ট্রাইকে কেদার যাদব। টাইগার শিবির তখন অনেকটাই বিমর্ষ। শেষ বলটি কেদার যাদব কোনও রকম ব্যাটে লাগিয়েই ঠেলে দিলেন শর্ট ফাইন লেগ অঞ্চলে। ৩ উইকেটে জয়ের উল্লাসে ফেঁটে পড়লো পুরো ভারত শিবির। ২০১২ ও ২০১৬ সালের পর আবারও খুব কাছে এসেও এশিয়া কাপ শিরোপা হাতছাড়া হলো মাশরাফিদের। এদিন ম্যাচ শেষে মাশরাফি ব্নি মুর্তজা বলেন, আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। কিন্তু আমরা ব্যাটে ও বলে কিছু ভুল করেছি। আপনি যদি আমাদের বোলিং দেখেন তাহলে দেখবেন আমরা ২৪০ এর মতো রান করে জিতেছি। এটাই ব্যাটসম্যানদের কাছ চেয়েছিলাম। তিনি আরও বলেন, আমাদের বোলাররা অসাধারণ বল করেছে। ভারত যেভাবে ব্যাট করছিল তাকে ৪৯তম ওভারে মোস্তাফিজকেই দরকার ছিল। কারণ তারা প্রতি বলে রান নিচ্ছিল। তাই ওই সময় স্পিন বোলার ব্যবহার করিনি। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৩:৩৩/ ২৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NPQ7H7
September 29, 2018 at 09:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন