চেন্নাই, ৫ সেপ্টেম্বরঃ কয়েক কোটি টাকার গুটকা কেলেঙ্কারির তদন্তে তামিলনাড়ুতে মন্ত্রী ও পুলিশকর্তার বাড়িতে হানা দিল সিবিআই। বুধবার সকালে চেন্নাইয়ের ৪০টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালান সিবিআই-এর আধিকারিকরা।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর, ডিজি টিকে রাজেন্দ্র, প্রাক্তন পুলিশ কমিশনার এস জর্জ ও অন্যান্য পুলিশ আধিকারিকদের বাড়িতে চালানো হয়েছে তল্লাশি।
উল্লেখ্য, ২০১৬ সালে তামিলনাড়ুর এক গুটকা প্রস্তুতকারক কোম্পানির মালিক ও কর্মীদের বাড়ি, অফিস ও গোডাউনে হানা দিয়েছিল আয়কর দপ্তর। তখনই কোম্পানির তরফে জানানো হয় যে, তারা বিভিন্ন সময়ে বিরাট অঙ্কের টাকা ঘুষ দিয়েছে এক মন্ত্রী ও দুই পুলিশকর্তাকে। অভিযোগ, এর বিনিময়ে ওই কোম্পানিকে চেন্নাইজুড়ে নিষিদ্ধ তামাকজাত দ্রব্য বিক্রি করার অনুমতি দেওয়া হয়।
গুটকার প্রস্তুতকারক ও গুদাম নিষিদ্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তা সত্ত্বেও তামাকজাত দ্রব্য খুব সহজেই পাওয়া যায় বাজারে। বিভিন্ন রাজনৈতিক দল সিবিআই তদন্তের দাবি করলেও এআইডিএমকে তাতে সম্মত ছিল না। এবছর এপ্রিলে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PF30QB
September 05, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন