স্ট্রবেরিতে সূচ, দুষ্কৃতীদের খোঁজ দিলে মিলবে ৭১ হাজার মার্কিন ডলার পুরস্কার

ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বরঃ অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ফল হল স্ট্রবেরি। জনগণের উপর আঘাত হানতে সেই স্ট্রবেরিকেই বেছে নিয়েছে দুষ্কৃতীরা। স্ট্রবেরির ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে সূচ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে। খবরটি জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন কুইন্সল্যান্ড প্রশাসন। এখন শিশুদের স্ট্রবেরি খাওয়া ঝুঁকিপূর্ণ জানিয়ে কুইন্সল্যান্ডের শীর্ষ আধিকারিক বলেন, স্ট্রবেরি শিল্পে আঘাত আনতেই কেউ একাজ করেছে। এই কাজে জড়িতদের সম্পর্কে খোঁজ দিতে পারলে ৭১ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলেও কুইন্সল্যান্ড সরকার ঘোষণা করেছে।
কুইন্সল্যান্ড সরকারের তরফে জানানো হয়েছে, মূলত ৬টি ব্র‌্যান্ডের স্ট্রবেরির উপর সূচ ঢোকানোর খবর রয়েছে। ব্র‌্যান্ডগুলি হল, বেরি ওবসেসান, বেরি লিসিয়াস, লাভ বেরি, ডনিব্রুক বেরিস, ডিলাইটফুল স্ট্রবেরি । ঝুঁকি এড়াতে এই সমস্ত ব্র‌্যান্ডের স্ট্রবেরি ইতিমধ্যে বাজার থেকে সরানো হয়েছে। তবে সূচ-আতঙ্কের প্রভাব অন্যান্য ব্র‌্যান্ডের স্ট্রবেরিতেও পড়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NLyLKr

September 16, 2018 at 08:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top