দুবাই, ২৯ সেপ্টেম্বর- টানটান উত্তেজনার ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটে পরাজয় ছিল স্বপ্নভঙ্গের কষ্টে মোড়া। তবে এরকম হারের পরও একটি বড় প্রাপ্তি হল লিটন দাসের ব্যাটিং। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যান বড় স্টেজে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তা এক কথায় প্রশংসনীয়। স্বাভাবিকভাবেই তাই ম্যান অব দা ফাইনালের পুরস্কারটি নিজের করে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া এই ওপেনার। তার ১১৭ বলে ১২১ রানের ইনিংসটি অনেক দিন মনে রাখার মত। বাংলাদেশের ইনিংসে প্রাণ জাগানো শতকের পথে মেরেছেন ১২টি চার ও ২টি ছক্কা। মেহেদি হোসেন মিরাজের সাথে লিটনের ১২০ রানের অসাধারণ পার্টনারশিপের পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মিডল অর্ডারদের একের পর এক আত্মহত্যায় শেষ পর্যন্ত ২২২ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। এদিকে পুরো টুর্নামেন্টে অসাধারণ ও ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে ভারতের শেখর ধাওয়ান পেয়েছেন ম্যান অব দা সিরিজের পুরস্কার। নিজের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, আমি চেষ্টা করেছি দলকে প্রয়োজনীয় সাপোর্ট দেয়ার। পুরো টুর্নামেন্টেই ভালো খেলার ইচ্ছে ছিল। সেটা পূরণ হওয়ায় ভালো লাগছে। এজন্য ধন্যবাদ দিতে চাই পুরো টিমকে। একইভাবে ওপেনিং পার্টনার রোহিত শর্মাকেও ধন্যবাদ জানাতে চাই। ওর সাথে আমার জুটিটায় ছিল অনেক ভালো সমঝোতা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xW8PSx
September 29, 2018 at 05:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন