ইংরেজদের কাছে ৬০ রানে হেরে সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার

সাউদাম্পটন, ২ সেপ্টেম্বরঃ এক টেস্ট বাকি থাকতেই পাঁচ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ব্রিটিশরা। জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ দফায় ব্যাট করতে নামা ভারত ১৮৪ রানে অলআউট হয়ে যায়। চতুর্থ টেস্টে ৬০ রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ২৪৫ তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা অপেক্ষা করছিল ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড লোকেশ রাহুল খাতা না খুলেই ফিরে যান। এরপরই ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। প্রথম ইনিংসে দুর্ধর্ষ শতরান করলেও দ্বিতীয় ইনিংসে ৫ রানেই আউট হয়ে যান পূজারা। ধাওয়ান ও পূজারা- দু’জনেই জেমস অ্যান্ডারসনের শিকার।

এরপর কোহলি ও অজিঙ্কা রাহানে কিছুটা হাল ধরলেও চা-বিরতির আগেই ফিরে যান কোহলি। অধিনায়কের পাশাপাশি রাহানেও অর্ধশতরান করেন। মইন আলির শিকার হয়ে ৫১-তেই আউট হন রাহানে। এজবাস্টন ও লর্ডসের পর ট্রেন্ট ব্রিজ টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, সাউদাম্পটনে ফের হারে সিরিজ হাতছাড়া হল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MJQJNF

September 02, 2018 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top