কলকাতা, ১৮ সেপ্টেম্বরঃ রাজ্যের দাবি মেনে মাঝেরহাটে দু’টি লেভেল ক্রসিং তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকারকে এমনটাই জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। একটি লেভেল ক্রসিংয়ে সম্মতি দিয়েছে রেল। তবে পূর্ব রেল এইবিষয়ে রেল বোর্ড, রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকার চেয়েছিল বিকল্প রাস্তা হিসাবে যদি লেভেল ক্রসিং তৈরি করা যায়। রাজ্যের এই প্রস্তাব আদৌ বাস্তবায়িত করা সম্ভব কি না তা খতিয়ে দেখতে গত সপ্তাহেই আসে রেলের একটি বিশেষ দল। শিয়ালদা-বজবজ শাখায় বর্তমানে ৮০টির বেশি ট্রেন চলে। নতুন লেভেল ক্রসিং তৈরি করতে কমপক্ষে ছ’মাস সময় লাগবে। লেভেল ক্রসিংয়ের গেট ওঠানামা করতে যা সময় লাগে তাতে নতুন করে তার সংখ্যা বাড়ানো মানে ট্রেন যাতায়াতে বিলম্ব হওয়া। সবদিক বিচার করেই নতুন সিদ্ধান্ত নিতে চাইছে রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PMUnDK
September 18, 2018 at 03:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন