আবু ধাবি, ২২ সেপ্টেম্বর- এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারানোর একবারে কাছে চলে গিয়েছিল আফগানিস্তান। শেষ ওভারে ১০ রান রক্ষা করত পারলেই, প্রথমবার পাকিস্তানকে ওয়ানডেতে হারাতে পারত আফগানরা। চলতি এশিয়া কাপেই প্রথমবার শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেটে হারানোর সুযোগ পেয়েছে আফগানরা। পাকিস্তানও তাদের শিকার হতে পারত। কিন্তু আফগান পেসার আফতাব আলাম ম্যাচের শেষ ওভারে শোয়েব মালিককে কোন রান না দিলেও, তারপরের দুটো বলেই প্রথমে ওভার বাউন্ডারি-তারপর বাউন্ডারি হজম করে হেরে বসেন। ম্যাচে হারের পর কান্নায় ভেঙে পড়েন আফগান তারকা স্পিনার রশিদ খান। রশিদকে বুকে টেনে নেন শোয়েব মালিক। রশিদের কান্নার সময় শেষ ওভারে ১০ রান দেওয়া পেসার আফতাব মাটিতে বসে পড়ে কাঁদতে থাকেন। প্রথমে ছক্কা-তারপর বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে শোয়েব যখন বিপক্ষের ক্রিকেটারদেের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখনই দেখা যায় আফতাব কান্নায় মাঠে বসে পড়েছেন। ৫১ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলে শোয়েবই তারপর আফতাবকে হাত ধরে বুকে জড়িয়ে আফতাবকে মাঠ থেকে ড্রেসিংরুমে নিয়ে যান। জিতে যায় ক্রিকেট, জিতে যায় মানবিকতা.. এই মানবিকতার প্রশংসিত হয়েছেন শোয়েব। এমএ/ ১০:১১/ ২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PZfpiG
September 23, 2018 at 04:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top