নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বরঃ ভারতের সঙ্গে শান্তিস্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের শেষে নিউ ইয়র্কে ইউএনজিএ সামিটে উপস্থিত থাকবে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বৈঠকের জন্যও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ক্ষমতায় আসার পর ইমরান খান বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেবে পাকিস্তান। কয়েকদিন ধরে সুষমা ও কুরেশির বৈঠক আদৌ হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছিল। ইমরানের চিঠিতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনও এক তরফে বৈঠকের জন্য আবেদন জানানো হল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2puwrdj
September 20, 2018 at 11:48AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন