দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চেয়ে মোদিকে চিঠি ইমরানের

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বরঃ ভারতের সঙ্গে শান্তিস্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের শেষে নিউ ইয়র্কে ইউএনজিএ সামিটে উপস্থিত থাকবে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বৈঠকের জন্যও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ক্ষমতায় আসার পর ইমরান খান বলেছিলেন,  ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেবে পাকিস্তান। কয়েকদিন ধরে সুষমা ও কুরেশির বৈঠক আদৌ হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছিল। ইমরানের চিঠিতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনও এক তরফে বৈঠকের জন্য আবেদন জানানো হল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2puwrdj

September 20, 2018 at 11:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top