ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বরঃ জুলাই মাসে চিনা শিল্পপণ্যের ওপরে বাড়তি কর বসিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কর বসানো হল চিন থেকে আমদানি করা নানা ভোগ্যপণ্য, যথা আসবাবপত্র, এসি মেশিন, স্পার্ক প্লাগ ও লন্ঠনের ওপরেও।
আমেরিকায় চিনের যে শিল্পপণ্য আমদানি হয়, তার মূল্য ৫ হাজার কোটি ডলার। কিন্তু আমদানি করা ভোগ্যপণ্যের মূল্য তার চেয়ে অনেক বেশি, ৫ হাজার ৫০০ কোটি ডলার। এই পরিমাণ পণ্যের ওপরে বাড়তি ১০ শতাংশ কর বসানোয় ক্ষুব্ধ চিন। ট্রাম্পের ধারণা, বাড়তি কর বসলে চিন তার বাণিজ্য নীতি বদলাতে বাধ্য হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D3oqpb
September 18, 2018 at 02:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন