চিনা আসবাবের ওপরে নতুন ট্যাক্স মার্কিন প্রেসেডেন্টের

ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বরঃ জুলাই মাসে চিনা শিল্পপণ্যের ওপরে বাড়তি কর বসিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কর বসানো হল চিন থেকে আমদানি করা নানা ভোগ্যপণ্য, যথা আসবাবপত্র, এসি মেশিন, স্পার্ক প্লাগ ও লন্ঠনের ওপরেও।

আমেরিকায় চিনের যে শিল্পপণ্য আমদানি হয়, তার মূল্য ৫ হাজার কোটি ডলার। কিন্তু আমদানি করা ভোগ্যপণ্যের মূল্য তার চেয়ে অনেক বেশি, ৫ হাজার ৫০০ কোটি ডলার। এই পরিমাণ পণ্যের ওপরে বাড়তি ১০ শতাংশ কর বসানোয় ক্ষুব্ধ চিন। ট্রাম্পের ধারণা, বাড়তি কর বসলে চিন তার বাণিজ্য নীতি বদলাতে বাধ্য হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D3oqpb

September 18, 2018 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top