অভিলাষকে উদ্ধারে রওনা দিয়েছে নৌসেনার যুদ্ধ জাহাজ

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বরঃ‌ ইয়াচ নিয়ে ভারত মহাসাগরে একাই পাড়ি দিয়েছিলেন নৌসেনার কমান্ডার অভিলাষ টমি(‌৩৯)‌। ২০১৮ গোল্ডেন গ্লোব রেসে অংশ নিয়েছিলেন তিনি। ৩০,০০০ নটিক্যাল মাইল এই প্রতিযোগিতায় একাই ইয়াচ চালিয়ে যেতে হয় সমুদ্রে। কিন্তু কীর্তিচক্র পাওয়া ভারতীয় নৌ সেনার এই কমান্ডারের ইয়াচ প্রবল সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে। তাতে গুরুতর আহত হন অভিলাষ। গত শুক্রবার নিজের ইয়াচ থেকে বিপদবার্তা পাঠিয়েছেন তিনি।

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, অভিলাষের পিঠে চোট লেগেছে। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াচটিও। অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৯০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে অভিলাষে ইয়াচ।
ভারতীয় সেনার যুদ্ধ জাহাজ আইএনএস সতপুরকে পাঠানো হয়েছে অভিলাষকে উদ্ধারের জন্য। নৌসেনার মুখপাত্র জানিয়েছেন, ইয়াচটি ক্ষতিগ্রস্ত হলেও, এখনও পর্যন্ত অভিলাস ঠিক আছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে তাঁর সঙ্গে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NzyET9

September 22, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top