নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বরঃ ইভিএম নিয়ে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ রুখতে এবার আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন৷ সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নতুন ইভিএমে লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিল। প্রতিটি ইভিএমে রাখা হবে ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)। ইতিমধ্যে কমিশন রাজ্য থেকে সমস্ত পুরোনো ইভিএম তুলে নিয়েছে। পরিবর্তে পাঠানো হচ্ছে নতুন ইভিএম। ইতিমধ্যেই ইসিআইএল থেকে কেনা ৮০ হাজার নতুন ইভিএম কমিশন রাজ্যে পাঠিয়েছে। পুজোর আগে আগামী ৬ অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলিকে সাক্ষী রেখে এই ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত রাজৈনিতক দলকে নিয়ে ইভিএম চেকিংয়ের কাজ শুরু হচ্ছে। পুজোর পর অন্য জেলাগুলিতেও এই পরীক্ষা হবে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, ইভিএমে ভোটগ্রহণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রচার পরিকল্পনা রয়েছে কমিশনের। এর আগে দিল্লি, উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও আম আদমি পার্টি ও মায়াবতীর বিএসপির তরফেও নির্বাচনে যন্ত্রের কারসাজির অভিযোগ তোলা হয়৷ ফলে, আগামী নির্বাচনগুলিতে স্বচ্ছতা আনতে তৃণমূল-সহ ১৬টি রাজনৈতিক দল ব্যালট ফিরিয়ে আনারও দাবি জানায়৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীদের আস্থা পেতে আগামী নির্বাচনে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান কমিশনের এক শীর্ষ আধিকারিক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QctKIj
September 27, 2018 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন