রাফালে চুক্তি বাতিল হবে না বললেন জেটলি

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বরঃ ‌ রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি স্পষ্ট জানিয়ে দিলেন, রাফালে চুক্তি বাতিল হবে না।  ফরাসি যুদ্ধবিমান কেনায় দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে এদিন জেটলি বলেছেন, ওই বিমানগুলি চড়া দামে কেনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-এর। ক্যাগ-এর রিপোর্ট হাতে পেলেই পরিষ্কার হয়ে যাবে যে দামে রাফালে কেনার চুক্তি হয়েছিল ইউপিএ সরকারের আমলে, তার থেকে অনেক কম দামেই রাফালে বিমানগুলি কিনেছে এনডিএ সরকার। নিরাপত্তার খাতিরে ওই যুদ্ধবিমানের ক্রয়মূল্য বিস্তারিতভাবে প্রকাশ্যে আনা সম্ভব নয়। ক্যাগ-কে রাফালে চুক্তি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস। ক্যাগ দুটো দাম খতিয়ে দেখে রিপোর্ট দেবে।  ওই যুদ্ধবিমান কেনা হবে, কারণ তা বায়ুসেনার পারদর্শিতা আরও বাড়াবে। এদিন জেটলি বলেন, বিরোধীরা যাই বলুক, তার জন্য প্রধানমন্ত্রীকে সব বিষয়ে সামনে এসে জবাবদিহি করার প্রয়োজন নেই।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dmw5PB

September 23, 2018 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top