নয়াদিল্লি. ৬ সেপ্টেম্বর ঃ ফের নতুন করে বাড়ল জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয়েছে ৮২.২১ টাকা। ডিজেলের দাম বেড়েছে ২১ পয়সা। কলকাতায় এখন ডিজেলের দাম ৭৪.৪০ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১৯ পয়সা বেড়ে হয়েছে ৮৬.৯১ টাকা। দুদিন আগেই তেলের দাম ১০০ টাকা ছোঁবে বলে কটাক্ষ করেছিলেন চন্দ্রবাবু নাইডু। যে হারে জ্বালানির তেলের দাম বাড়ছে, তাতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না অর্থনীতিবিদরা। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জ্বালানি তেলের বৃদ্ধিকে সাময়িক ঘটনা বললেও, তিনি নিজেই স্বীকার করেছেন, ডলারের নিরিখে টাকা দাম পড়ে যাওয়া, তেলের আমদানিতে ঘাটতি মূল্যূবৃদ্ধির অন্যতম কারণ। ফলে পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ngvv9R
September 06, 2018 at 12:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন