বিশাখাপত্তনম, ২৩ সেপ্টেম্বরঃ মাওবাদী হামলায় মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের আরাকুর বিধায়ক কিদারি সর্বেশ্বরা রাও এবং প্রাক্তন বিধায়ক শিবারিয়ান সোমার। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু বিধানসভা কেন্দ্রের ঘটনা। নিজের কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে দলের অন্যান্য নেতাদের সঙ্গে গিয়েছিলেন টিডিপি নেতা তথা বর্তমান বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শিবারি সোমা। সেখানেই উপস্থিত মাওবাদীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিদারি এবং শিবারিকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিদারির। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় শিবারির। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই হামলায় প্রায় ৫০ জন মাওবাদী অংশ নিয়েছিল। দীর্ঘ দিন ধরেই মাওবাদীরা ওই দু’জনকে খুনের হুমকি দিচ্ছিল। কিন্তু তাতে আমল দেননি বর্তমান এবং প্রাক্তন বিধায়কের কেউই। আরাকু বিধানসভা কেন্দ্রে ২০১৪ সালে টিডিপি নেতা শিবারি সোমাকে হারিয়ে ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কিদারি। দু’বছর পর টিডিপি-তেই যোগ দেন কিদারি।
এসপি রাহুল দেব শর্মা জানিয়েছেন, মাওবাদীরা এই হামলার কথা স্বীকার করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NxR4DG
September 23, 2018 at 03:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন