বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ

শিমলা, ২৪ সেপ্টেম্বরঃ ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। বৃষ্টিপাতের জেরে সোমবার কুল্লু, কিন্নাউর, চম্বা, কাঙ্গরা, বিলাসপুর, সিরমাউর, মান্ডি এবং শিমলার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মান্ডি জেলার তিন নম্বর ন্যাশনাল হাইওয়েতে যানচলাচল বন্ধ। ভারী বৃষ্টিপাতের ফলে বিয়াস নদীর জল ন্যাশনাল হাইওয়েতে চলে আসায় এই ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কুল্লুতে ভারী বৃষ্টিপাতের জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গতকাল বন্যাদুর্গতদের দোবি-ফজাল এলাকা থেকে সেনা হেলিকপ্টার বিমানবন্দরে পাঠানো হয়েছে। কুল্লুর ডেপুটি কমিশনার ইউনুস খান বলেন, ‘আমরা জনগণকে উদ্ধার ও তাঁদের পুনর্বাসন করার চেষ্টা করছি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I9twiB

September 24, 2018 at 01:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top