আবুধাবি, ২৪ সেপ্টেম্বর-দুই দলের সর্বশেষ ওয়ানডে খেলা সেই ২০১৫ সালের সিরিজে। এরপর চলে গেছে প্রায় তিনটি বছর। তবে তিন ম্যাচের সেই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি আজো জাগরুক টাইগার শিবিরে। বুধবার (২৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালের আগে মুখোমুখি লড়াইয়ের এই হিসাব যে বাংলাদেশকে বাড়তি মনস্তাত্ত্বিক সুবিধা দেবে, তা বলাই যায়। এছাড়া সর্বশেষ ম্যাচের উজ্জীবিত জয়ও বাংলাদেশকে এগিয়ে রাখছে মানসিকভাবে। অন্যদিকে ভারতের কাছে নতজানু হয়ে হারার পর পাকিস্তানও রয়েছে কিছুটা ব্যাকফুটে। ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে এভাবে নাকানিচুবানি খেতে হবে, তারা ভাবেনি। এই ভারতকে হারিয়েই বছরখানেক আগে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। সেই দলটাকেই এবারের এশিয়া কাপে কেমন যেন ছন্নছাড়া দেখাচ্ছে। শুধু তাই নয়, যে দলের বোলিং প্রতিভা নিয়ে ক্রিকেট বিশ্বে কোনো দ্বিমত নেই, কাল সেই বোলিং লাইন আপ নিয়েই যে ছেলে খেলা করলেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। স্বাভাবিকভাবেই তাই দুশ্চিন্তায় রয়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। কোনো রাখঢাক না করেই বলেছেন, ভয় ঢুকে গেছে পাকিস্তান শিবিরে, এই মুহূর্তে দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের সংকট চলছে। ড্রেসিংরুমে ব্যর্থতার ভয় কিছুটা হলেও গ্রাস করেছে। ক্রিকেট দল হিসেবে আসলেই এখন আমরা কী অবস্থায় আছি, সেই পরিস্থিতিটা আমরা এখন ভালোই বুঝতে পারছি। তবে এরপরও দল নিয়ে আশার কথা শোনালেন আর্থার, ৯ উইকেটে হেরে যাওয়া দলের জঘন্য পারফরম্যান্সগুলোর একটি হয়ে থাকবে। তবে আমাদের এখানেই থেমে যাওয়ার উপায় নেই। এগিয়ে যেতে হবে। আমরা এর চেয়ে অনেক ভালো আর শক্তিশালী হয়ে ফিরে আসব। দলের আত্মবিশ্বাসের সংকটের উদাহরণও দিয়েছেন আর্থার। ওপেনার ফখর জামানকে দিয়েই উদাহরণ টেনেছেন এই কোচ। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অখ্যাত ফখর জামানের কাছে বিধ্বস্ত হয়েছিল ভারত। সেই ফখর জামানকে এবার বোতলবন্দী রেখেছে ভারত। আর্থার এই উদাহরণ টেনে বলেছেন, ক্রিকেট হচ্ছে আত্মবিশ্বাসের খেলা। ফখর জামানকে দেখুন। আমরা জানি ও কতোটা অবিশ্বাস্য প্লেয়ার। পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় সে। আমরা প্রত্যাশা করি ও আমাদের ভালো শুরু এনে দেবে। কিন্তু এই মুহূর্তে নিজের খেলা নিয়ে ওর মধ্যে যেন এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলছে। শুধু তো ব্যাটে নয়, বোলিংয়েও পাকিস্তানের অন্যতম ভরসা মোহাম্মদ আমিরের অবস্থাও যাচ্ছেতাই। নিজেকে মেলে ধরতে পারছেননা মোটেও। সর্বশেষ টানা ৫ ওয়ানডেতে উইকেটশূন্য রয়েছেন আমির। দুদিনের মধ্যে সব ঝামেলা মিটিয়ে ফেলতে হবে আর্থারকে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে চাপ ও শংকার মাঝেই রয়েছে পাকিস্তান শিবির। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QTSxSP
September 25, 2018 at 02:21AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.