পোস্ট পেমেন্টস ব্যাংকের সূচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বরঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক(আইপিপিবি)-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই ব্যাংকের সূচনা করলেন প্রধানমন্ত্রী। গোটা দেশে এই ব্যাংকের মোট ৬৫০টি শাখা থাকবে। এছাড়া থাকবে ৩২৫০টি অ্যাকসেস পয়েন্টও। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ১.৫৫ লক্ষ পোস্ট অফিসকে আইপিপিবি-র সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে।

গ্রামাঞ্চলের মানুষ এর মাধ্যমে সহজে ব্যাংকিং পরিসেবা পাবে। এর মাধ্যমে ডাক বিভাগের পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ব্যাংকিং পরিসেবা দেবেন।

এই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না। বার্ষিক সর্বোচ্চ এক সক্ষ টাকা জমা রাখা যাবে। অ্যাকাউন্ট খোলা যাবে শূণ্য ব্যালেন্সেও। সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। মানি ট্রান্সফারও করা যাবে। সরকারি ভর্তুকি এই ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা যাবে। ফোনের বিল বা বিদ্যুৎ বিল মেটানো সহ প্রতিদিনের যাবতীয় সাধারণ লেনদেন করা যাবে এই ব্যাংকের মাধ্যমে। ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে। পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যাবে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টও। ডিজিটাল লেনদেন ও অ্যাপের মাধ্যমে পরিসেবার ব্যবস্থাও থাকছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N5KT8L

September 01, 2018 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top