কাঠমান্ডু, ৮ সেপ্টেম্বরঃ নেপালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল চালক সহ মোট ৬ জনের। নিহতদের মধ্যে একজন জাপানের নাগরিক। এক মহিলা যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মধ্য নেপালের গোর্খা জেলার ঘটনা। দুর্গম পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
কাঠমান্ডু বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটিকে শেষবার দেখা গিয়েছিল সেই জায়গাটিকে চিহ্নিত করে উদ্ধারকাজ শুরু হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনার জায়গায় পৌঁছোতে উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আহত মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MbcUHn
September 08, 2018 at 06:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন