অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসছে রোহিঙ্গারাঃ বিএসএফের ডিজি

কলকাতা ও নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা রোহিঙ্গারাই পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন বিএসএফের ডিজি কেকে শর্মা। এরাজ্যে তাঁদের জন্য একাধিক শিবির তৈরি হয়েছে। তবে বাংলাদেশ বা মায়ানমার থেকে বড়ো সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশের কথা খারিজ করে দিয়েছেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান মেজর জেনারেল মহম্মদ সাফিনুল ইসলামকে সঙ্গে নিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন শর্মা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত জুড়ে নজরদারি চালাচ্ছে বিএসএফ। বাংলাদেশে রোহিঙ্গাদের ঢুকে পড়ার পর ভারতেও তাঁদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি। অনুপ্রবেশ আটকাতে বিজিবির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বিএসএফ।’ শর্মার দাবি, পশ্চিমবঙ্গে ৭০টি রোহিঙ্গা পরিবারকে আশ্রয় দেওয়ার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। তবে সেখানে থাকা রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oLP77P

September 07, 2018 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top