বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বিশ্বনাথের তরুণ আশরাফ মিয়ার (২৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার শাহচান্দ শাহ কালু আলিম মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আশরাফ একই ইউনিয়নের চান্দভরাং গ্রামের আছির উদ্দিনের বড় ছেলে। এর আগে, রোববার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফাইটে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে স্বজনরা সেটি গ্রহণ করেন। গত ১লা আগস্ট লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফ মিয়া।
এদিকে, মিয়ার বাজার শাহচান্দ শাহ কালু আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত মরহুম আশরাফ মিয়ার জানাজার নামাজে শতশত মানুষের ঢল নামে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন। নামাজে ইমামতি করেন আশরাফের ছোট ভাই নাঈম মিয়া।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2wMoROr
September 03, 2018 at 07:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.