ঢাকা, ২৪ সেপ্টেম্বর- এ যেন এলাম, দেখলাম আর জয় করলাম। খুলনা থেকে ঢাকা, সেখান থেকে পর দিনই দুবাই। সঙ্গে প্রচণ্ড গরম আর বিরুদ্ধ পরিবেশ। তার ওপর ক্যারিয়ারে কখনো যেটা করেননি, সেটাও করতে হলো। টপ অর্ডার থেকে একেবারে নেমে যেতে হলো ছয় নম্বরে। তবে সব কিছু জয় করেছেন ইমরুল কায়েস, সব প্রশ্নের উত্তর দিয়েছেন মাঠেই। কাল ম্যাচ শেষে গাজী টিভিকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন করে কিছুই প্রমাণ করার নেই তার। নিয়ে আসা হয়েছিল দুই ওপেনার লিটন আর শান্তর ধারাবাহিক ব্যর্থতায় বিকল্প হিসেবে। কিন্তু ইমরুলকে নেমে পড়তে হলো ছয়ে। নেমেছেন এমন একটা সময়, যখন বাংলাদেশ দল দুই রান আউটের খাড়ায় পড়ে দিশেহারা। রীতিমতো নিজেদের পায়ে কুড়াল মেরেই আউট হয়ে গেছেন মুশফিক ও সাকিব। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বাঁধলেন ইমরুল। ৮৭ রানে ৫ উইকেট থেকে দুজনের ব্যাটে একটু একটু করে পথ পেল বাংলাদেশ। পরে ইমরুল নিজেই বলেছেন, ছয় নম্বর এটাই আমি প্রহম নেমেছি। আমি আসলে চেয়েছিলাম ওই সময় যেন আর কোনো উইকেট না যায়। সেজন্যই শুরুতে একটু ধরে খেলার চেষ্টা করেছি। আমি খুশি শেষ পর্যন্ত খেলে আসতে পেরেছি। কিন্তু অনভ্যস্ত পজিশনে এভাবে খেলার প্রস্তুতি কতটুকু ছিল? ড্রেসিংরুম থেকে তাকে কী বার্তাই বা দেওয়া হয়েছিল? ইমরুল বললেন, ব্যাটিংয়ে নামার আগে মাশরাফি ভাই আমাকে বলছিলেন, তুই যদি খেলার জন্য খেলিস তাহলে ভালো করতে পারবি না। আরও ভালো কিছু করার তাড়না থাকলেই পারফর্ম করতে পারবি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডেতে ভালো করার পর বাদ পড়েছিলেন। সেই সিরিজে অনেকেই খারাপ করলেও খড়্গ নেমে এসেছিল ইমরুলের ওপরে। এবার ফিরে খেললেন নিজের সবচেয়ে স্মরণীয় ইনিংসগুলোর একটি। বাড়তি কি কোনো জেদ কাজ করছিল? ইমরুলের কথা থেকে বোঝা গেল, ভেতরে ভেতরে একটা প্রতিজ্ঞা কাজ করছিল তার, আমার আর প্রমাণ করার কিছু নাই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় আমার নয় বছর হয়ে গেছে। অলমোস্ট সব দলের সঙ্গে রান করেছি, টেস্ট বা ওয়ানডেতে। কিছু কিছু খেলোয়াড়ের জন্য ভাগ্যটা একটু খারাপ থাকে, আমার ক্ষেত্রে যা হয়েছে। আমি হয়তো টিম কম্বিনেশন বা অন্য কোনো কারণে বাদ পড়ে গেছি। তবে এসব নিয়ে আমি ভাবি না। যখনই সুযোগ পাই বাংলাদেশ দলের জন্য খেলতে চাই। যতদিনই ক্রিকেট খেলার প্ল্যান আছে, আমি সব সময় জাতীয় দলের জন্য নিজেকে খেলার জন্য প্রস্তুত থাকি। ওপেনিং থেকে এখন নেমে আসতে হয়েছে ছয়ে। সামনের ম্যাচেও হয়তো এখানে খেলতে হবে। তবে ইমরুলের এ নিয়ে নিজের কোনো পছন্দ নেই, আমার কোনো সমস্যা নেই, দল আমাকে যেখানে চাইবে সেখানেই আমি খেলতে পারব। এমএ/ ০৭:১১/ ২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q237G6
September 25, 2018 at 01:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top