এক দশকে ভারতে দারিদ্র‌্যের হার কমে অর্ধেক, রিপোর্ট রাষ্ট্রসংঘের

রাষ্ট্রসংঘ, ২১ সেপ্টেম্বরঃ এক দশকে ২৭ কোটি ভারতীয় দারিদ্র‌্যসীমার বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। ওই সময়সীমায় দারিদ্র‌্যের হারও কমে অর্ধেক হয়েছে। ২০০৫-০৬ থেকে শুরু করে পরবর্তী দশ বছরে ভারতে গরিবি হটাওয়ে এই সংগ্রাম ধরা পড়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘ যে বহুমুখী দারিদ্র‌্য সূচক (এমপিআই) প্রকাশ করেছে, তাতে এই আশার কথা শোনানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গোটা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় ১৩০ কোটি মানুষ দারিদ্র‌্যসীমার মধ্যে বাস করছে, যা কিনা মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। এই রিপোর্টে বিশ্বের তিন-চতুর্থাংশ মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) এবং অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই)-এর তত্ত্বাবধানে তৈরি হওয়া ওই রিপোর্টে বিশ্বের ১০৪টি দেশের দারিদ্র‌্যের চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র‌্যসীমার নীচে থাকা ১৩০ কোটি জনগণের মধ্যে ৪৬ শতাংশের অবস্থা শোচনীয়। জীবনধারণের ন্যূনতম চাহিদাগুলিও এঁদের হাতে পেঁছোয় না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দারিদ্র‌্যসূচক বিশ্লেষণ করে রিপোর্টে ভারত সম্পর্কে বলা হয়েছে, ভারতে ২০০৫/০৬-২০১৫/১৬-র মধ্যে দারিদ্র‌্যের শিকল ছিঁড়ে বেরিয়ে এসেছেন ২৭ কোটি ১০ লক্ষ মানুষ। পাশাপাশি, গত এক দশকে ভারতে দারিদ্র‌্যের হার প্রায় অর্ধেক কমেছে। দশ বছর আগে যা ছিল ৫৫ শতাংশ, দশ বছর বাদে তা নেমে এসেছে ২৮ শতাংশে।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DjjjkF

September 21, 2018 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top