চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগপন্থী লাল প্যানেল জয়ী হয়েছে। এই প্রথম ২০ দলীয় জোট ও মতাসীন মহাজোটের দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আব্দুর রহিম রানা ডাক্তার ৪১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী পেয়েছেন ২৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তোসিকুল ইসলাম ৪২৮ ভোট, প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ২১১ ভোট, সহসাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদ ৪২৪ ভোট, ক্রীড়া সম্পাদক পদে সোহেল রানা ৪৬৩ ভোট, দপ্তর সম্পাদক পদে তরিকুল ইসলাম বাবু ৩৭৫ ভোট, ধর্মীয় সমাজকল্যাণ সম্পাদক পদে আলমগীর হোসেন ৪৪০ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে মসিউর রহমান ৪৮৬ ভোট, মো. হাসান ৪৭১ ভোট, পলাশ আলী ৫০৮ ভোট ও রবিউল ইসলাম ৪৭৪ ভোট নির্বাচিত হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান। এদিকে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদ কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭১৬ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন ভোটার তাদের মুল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। প্রসঙ্গত, বণিক সমিতির এ নির্বাচনে সহসভাপতি, কোষাধ্য, প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ৩০-০৯-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ৩০-০৯-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2P0Cb9N
September 30, 2018 at 06:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন