লখনউ, ৪ সেপ্টেম্বরঃ বিএড দ্বিতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ডে অমিতাভ বচ্চনের ছবি! শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের বাসিন্দা অমিত দ্বিবেদির সঙ্গে। অমিতাভ বচ্চনের ছবি দেওয়া অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্য অমিতের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু রেজাল্টে আদৌ তাঁর ছবি আসবে নাকি বিগ-বি-র ছবি থাকবে তা নিয়ে চিন্তিত অমিত।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফৈজাবাদের ডা. রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ গোন্ডা জেলার রবীন্দ্র সিং স্মারক কলেজের পড়ুয়া অমিত দ্বিবেদি। সম্প্রতি বিএড দ্বিতীয বর্ষের পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর হাতে অ্যাডমিট কার্ড আসে। সেই অ্যাডমিট কার্ডে তাঁর ছবির বদলে রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের ছবি। ফর্ম পূরণের সময় নিজের ছবি দেওয়া সত্ত্বেও এরকম কীভাবে হল তা নিয়ে বিস্মিত অমিত। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ক্যাফেতে বসে ফর্ম পূরণের সময় অমিতই এই ভুল করেছেন। তবে রেজাল্টে যাতে এই ভুল না থাকে, সেজন্য পরীক্ষাকেন্দ্রের আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান রবীন্দ্র সিং স্মারক কলেজের আধিকারিক গুরপেন্দ্র মিশ্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wI6NVh
September 04, 2018 at 09:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন