দুবাই, ২৮ সেপ্টেম্বর- এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে গেম পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। রীতিমতো চমকে দিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। মিরাজকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে অসাধারণ খেলেছেন লিটন দাস। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন লিটন। বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। লিটনের অর্ধশতকের পর হঠাৎ ড্রেসিংরুম থেকে মাশরাফি বের হয়ে যান। ড্রেসিংরুমের বাইরে এসে মাশরাফি দুই হাত প্রসার করে ইঙ্গিত দেন ইনিংস বড় করার জন্য। তারপর মুষ্ঠিবদ্ধ হাত তুলে নিজের বুকে চাপড়ান টাইগার অধিনায়ক। এশিয়া কাপের ফাইনালে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: যুগান্তর এমএ/ ০৭:৪৪/ ২৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y0gyPE
September 29, 2018 at 01:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top