আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

রায়গঞ্জ, ১০ সেপ্টেম্বরঃ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার গভীর রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ মিরাজ (২০)। বাড়ি রায়গঞ্জ শহর সংলগ্ন কাটিহার গ্রামে। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

রায়গঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করা হয়। ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wZK08o

September 10, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top