২০১৯ বিশ্বকাপে ভালো ফল করতে টেস্টকে বিদায় মিলারের

কেপটাউন, ১১ সেপ্টেম্বরঃ ২০১৯ বিশ্বকাপে ভালো ফল করাই লক্ষ্য, তাই সেকথা মাথায় রেখে টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মিডলঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার। নিজের সিদ্ধান্ত ঘোষণার পর মিলার জানান, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ডলফিনসের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানান ২৯ বছরের এই প্রোটিয়া তারকা। প্রোটিয়া বাহিনীর হয়ে ১০৯টি একদিনের ম্যাচের পাশাপাশি ৬১টি টি-২০ ম্যাচ খেলেছেন মিলার। মিলারের এই সিদ্ধান্তে হতবাক দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহল। তবে ২৯ বছরের বাঁ-হাতির কাছ থেকে সীমিত ওভারের ক্রিকেটে আরও বিধ্বংসী ইনিংস দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মুখ্যকর্তা থাবাং মোউরে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oa2AS5

September 11, 2018 at 11:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top