রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। কিন্তু বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই জার্মান দেয়ালে আটকে গেলো লস ব্লুজরা। বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের উদ্বোধনী দিনে এ লিগে গ্রুপ-১ এ ফ্রান্স-জার্মানির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ যাওয়া জার্মানি। অথচ এই জার্মানিই বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে। কিন্তু এদিন অন্য এক জার্মানিকে দেখে ফুটবল বিশ্ব। তাদের খেলা দেখে মনেই হয়নি তারা বিশ্বকাপের মতো ইভেন্টে প্রথম রাউন্ডে বাদ পড়তে পারে। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফরাসিদের শুরুটা তেমন ভালো হয়নি। ম্যাচের ৩৫তম মিনিটে গোল করার সুয়োগও পায় তারা। যদিও ম্যাট হামেলসের করা শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির কয়েক মিনিট আগে ম্যাচে ফিরে দেশমের দল। পরপর দুটি গোলের সুযোগও তৈরি করে তারা। কিন্তু জিরুড ও এমবাপে গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। সেই সঙ্গে চলতে থাকে উভয় দলের গোল মিসের মহড়াও। তবে জার্মানির গোল মিসের চেয়ে ফ্রান্সের গোলরক্ষকের কৃতিত্বই বেশি। কারণ বেশ কয়েকটি জোরালো আক্রমণ তিনি ফিরিয়ে দেন। ফলে ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনও দল। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলের। এমএ/ ০৩:৩৩/ ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oOU3ZG
September 07, 2018 at 09:50PM
07 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top