ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে প্রথম টি২০ ইডেনে, অভিষেকের অপেক্ষায় লখনউ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ ভারত সফরের সূচি ঘোষিত হল।
দুটি টেস্ট, পাঁচটি ওডিআই ছাড়াও রয়েছে তিনটি টি২০ ম্যাচ। ঘোষিত সূচিতে মুম্বই, কলকাতা, চেন্নাইয়ের পাশাপাশি প্রথমবারের জন্য জায়গা পেয়েছে লখনউ। ২০১৬-য় পঞ্চাশ হাজার দর্শকাসনের ব্র‌্যান্ড নিউ একানা ইনটারন্যাশনাল স্টেডিয়ামটি তৈরি হয়। গত মরশুমে দলীপ ট্রফির ফাইনাল সহ গোটা চারেক ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। এবার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটের। ৬ নভেম্বর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে স্থান পেতে চলেছে উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউ।
টি২০ সিরিজের উদ্বোধন হচ্ছে পূর্ব ঘোষণামাফিক ইডেনে। নভেম্বরের ৪ তারিখ সিটি অফ জয় কলকাতায় মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
প্রথম টেস্ট ৪-৮ অক্টোবর রাজকোট
দ্বিতীয় টেস্ট ১২-১৬ অক্টোবর হায়দরাবাদ
প্রথম ওডিআই ২১ অক্টোবর গুয়াহাটি
দ্বিতীয় ওডিআই ২৪ অক্টোবর ইন্দোর
তৃতীয় ওডিআই ২৭ অক্টোবর পুনে
চতুর্থ ওডিআই ২৯অক্টোবর মুম্বই
পঞ্চম ওডিআই ১ নভেম্বর তিরুবনন্তপুরম
প্রথম টি২০ ৪ নভেম্বর কলকাতা
দ্বিতীয় টি২০ ৬ নভেম্বর লখনউ
তৃতীয় টি২০ ১১ নভেম্বর চেন্নাই



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oGBM0E

September 04, 2018 at 10:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top