ঢাকা, ২৮সেপ্টেম্বর- ক্রীড়াপ্রেমী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি নতুন নয়। সুযোগ পেলেই বাংলাদেশের খেলা দেখেন। সব সময় সাকিব-মাশরাফিদের খোঁজ খবরও নেন। তামিম-সাকিবদের ইনজুরিতে তাদের সঙ্গে কথাও বলেন। বুধবারও পাকিস্তানকে হারানোর পর দলের খোঁজ নিতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফিরতেই নিউইয়র্ক থেকে মাশরাফির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সামনের ম্যাচেও এরকম জয় প্রত্যাশা ও খেলোয়াড়দের চেষ্টার প্রশংসা করেছেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই খবর জানিয়ে মাশরাফি বলেন, হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। ড্রেসিংরুমেই কথা হয়েছে। উনি খুব খুশি হয়েছেন। বলেছেন ফাইনাল জেতার চেষ্টা করতে। যতটুকু সম্ভব নিজেদের সেরাটা দিতে বলেছেন। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। এদিন মোস্তাফিজ-মিরাজের বোলিংয়ে ৩৭ রানে হার মানে পাকিস্তান। এমন জয়ের পর শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এইচ/০০:৪৫/২৮সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ogcu7Q
September 28, 2018 at 06:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top