আকাশ সীমা লঙ্ঘন করল পাক চপার

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বরঃ ফের আকাশ সীমা লঙ্ঘন করল পাকিস্তান। রবিবার বেলা ১২টা ১০ মিনিট নাগাদ পাকিস্তানের বায়ুসেনার একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পুঞ্চ জেলার আকাশে বেশ কিছুক্ষণ উড়ে বেড়ায়। ভারতের সেনার পাশাপাশি এয়ারফোর্সও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জম্মু-কাশ্মীরে সেনা ও বিএসএফ-কে সতর্ক থাকতে বলা হয়েছে।
উভয় দেশের মধ্যে চুক্তি অনুযায়ী রোটরি উইং বিমান লাই অফ কনট্রোলের ১ কিলোমিটারের মধ্যে আসতে পারবে না এবং ফিক্সড উইং বিমান ১০ কিলোমিটারের মধ্যে আসতে পারে না। ১৯৯১ সালের সেই চুক্তি অনুযায়ী উভয় দেশ এলওসি-র দু’দিকে বাফার জো়ন চিহ্নিত করেছে।
সূত্রের খবর, গুলুপুর সেক্টরে একটি সাদা রঙের হেলিকপ্টার ভারতের দিকে ঢুকে পড়ে এবং সেটি কিছুক্ষণ সেখানে ঘুরে ফিরে চলে যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DID19X

September 30, 2018 at 06:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top