ঢাকা, ০৮ সেপ্টেম্বর- দেশবাসীকে হতাশ করে নেপালের বিরুদ্ধে ২-০ গোলে হেরে বিদায় নিল বাংলাদেশ। আর স্বাগতিকদের হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল নেপাল। নেপালের বিপক্ষে ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ-এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু পাকিস্তান যদি আজ দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হার বা ড্র করত, তাহলে আর সেমিফাইনালের টিকিটের জন্য নেপালের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো না জামাল ভুইয়াদের। উল্টো ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান। ফলে নেপালের বিপক্ষে হেরে সব সমীকরণ শেষ করে দিল বাংলাদেশ। ভুটানের সঙ্গে খেলায় প্রথমার্ধের ২১ মিনিটেই মোহাম্মদ রিয়াজের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ৮ মিনিট পর ২-০ করেছেন হাসান বশির। শেষ দিকে গোল ব্যবধান ৩-০ করেছেন বদলি আহমেদ ফাহিম। দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। এক ম্যাচ বেশি খেলে পাকিস্তানের পয়েন্টও সমান ছয়। এক জয়ে তিন পয়েন্ট নেপালের। বাংলাদেশ হেরে যাওয়ায় নেপাল ও পাকিস্তানের পয়েন্ট সমান হয়েছে। দুদলের পয়েন্ট এখন ছয়। এমএ/ ০৯:১১/ ০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NpV20k
September 09, 2018 at 03:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top