বিজেপির বনধে বিক্ষিপ্ত সংঘর্ষ

ওয়েব ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ দাড়িভটে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়েছে রাজ্যজুড়ে। কলকাতা থেকে কোচবিহার সর্বত্রই বিজেপি সমর্থকরা অবরোধ শুরু করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি,সংঘর্ষ হয়েছে তাদের। সর্বত্র সরকারি বাস চালানোর চেষ্টা হলেও বেসরকারি যানবাহন খুবই কম চলছে। দোকানপাটও খোলেনি।

ইসলামপুরে বন্‌ধের ব্যাপক প্রভাব পড়েছে। ইসলামপুর শহরের কলেজ মোড়ে একটি বেসরকারি বাস ভাঙচুর হয়। এক যাত্রী জখম হন। বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পুলিশকে কার্যত নাস্তানাবুদ করে দেয় বন্‌ধ সমর্থকরা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে  বিজেপি কর্মীরা সরকারি এসি বাস ভাঙচুর করলে পুলিশ বেধড়ক লাঠি চালায়। এখানকার রামশাইতে সরকারি বাস আটকে দেয় বিজেপি কর্মীরা। ধূপগুড়িতে গ্রেফতার হন বিজেপির জেলা সম্পাদক আগুন রায়। শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশ ও তৃণমূল কর্মীদের। এনজেপি থানার মাইকেল নগরে বন্‌ধ সমর্থকরা বাইক ভাঙচুর করে। ঝংকার মোড়ে একটি বাসে হামলা হয়। কোচবিহারে কাশিয়ারবাড়ি স্টেশনে হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে বন্‌ধ সমর্থকরা। আলিপুরদুয়ারের জটেশ্বরে ও বন্‌ধকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তবে, সর্বত্রই বন্‌ধের যে ভালো প্রভাব পড়েছে, তা মেনে নিচ্ছেন প্রশাসনের কর্তারাও।

ছবিঃ শিলিগুড়িতে বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।–রাহুল মজুমদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QZyUJa

September 26, 2018 at 10:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top