এবার জিকার থাবা ভারতে

জয়পুর, ২৩ সেপ্টেম্বরঃ এবার ভারতে হানা দিল জিকা ভাইরাস। রাজস্থানের জয়পুরে সোয়াই মানসিং হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার শরীরে মিলল জিকা ভাইরাস। গত ১১ সেপ্টেম্বর গাঁটে ব্যাথা, চোখে লালভাব এবং দুর্বলতা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই মহিলা। ডেঙ্গি এবং সোয়াইন ফ্লু দুটির পরীক্ষাই করানো হয়। তবে কোনওটিতেই এই দুটি রোগের জীবাণু মেলেনি। শেষে তাঁর রক্তের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়। পরীক্ষার মাধ্যমে জিকা ভাইরাস চিহ্নিত হয়। রবিবার সোয়াই মানসিং হাসপাতালের অধ্যক্ষকে একথা জানান পুণের এনআইভির চিকিৎসকরা। ভারতে এই প্রথম কেউ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সোয়াই মানসিং হাসপাতালের অধ্যক্ষ ইউএস আগরওয়াল।

গত কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা অনেকটাই উন্নত হয়েছে। এই খবরটি জানার পরেই রাজস্থানের স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করেছে হাসপাতাল।

১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় প্রথম জিকা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। সেসময় বাঁদরের মধ্যেই জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। পরে ১৯৫২ সালে উগান্ডা এবং তানজানিয়ায় মানুষের শরীরেও জিকা ভাইরাসের সন্ধান মেলে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ptE6bC

September 23, 2018 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top