যোগীরাজ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে পিটিয়ে খুন

এলাহাবাদ, ৪ সেপ্টেম্বরঃ ফের যোগী রাজ্যে পিটিয়ে খুন। এবার এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে তিন যুবক লাঠি দিয়ে পিটিয়ে খুন করল। মৃতের নাম আবদুল সামাদ খান(৭০)। একসময় উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। ২০০৬ সালে উত্তরপ্রদেশ পুলিশ থেকে অবসর নেন তিনি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এলাহাবাদে।

প্রকাশ্য রাস্তায় এক বয়স্ক ব্যক্তিকে এভাবে গণধোলাই দেওয়া হচ্ছে দেখেও তাঁকে বাঁচাতে এগিয়ে গেল না কেউ। পাশ কাটিয়ে চলে গিয়েছেন অনেকেই, আবার কেউ ছাদ থেকে গোটা ঘটনা দেখেছেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভিকে দেখা গিয়েছে, সাইকেলে করে যাওয়ার সময় আবদুল সামাদ খানের পথ আটকায় তিন যুবক। তাদের মধ্যে একজন লাল টি শার্ট পরা। সেই প্রথমে আবদুলকে মারা শুরু করে। আত্মরক্ষার চেষ্টা করলেও আবদুল তিন যুবকের সঙ্গে শক্তিতে পেরে উঠতে না পেরে হাল ছেড়ে দেন।

এরপর লাঠি সোটা দিয়ে বেদম প্রহার শুরু হয়। মার খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে মাটিতে বসে পড়েন তিনি। শরীর থেকে ঝরছে রক্ত। এরপর গুরুতর জখম অবস্থায় আবদুলকে ফেলে পালিয়ে যায় তিন হামলাকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

ফুটেজ দেখে হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। নাম জুনেইদ। কুখ্যাত আসামী সে। একাধিক থানায় তার নামে খুন রাহাজানি সহ বিস্তর অভিযোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। তাতে দশ জনের নাম রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জমি ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই হামলা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NfdnNr

September 04, 2018 at 12:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top