কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ রাস্তার ধারে পড়ে রয়েছে এক মহিলা। পরনে জিন্স টপ, হাতে নোয়া। মাথার পেছনে রক্তে ভেসে যাচ্ছে। পাশে বসেই হাউ হাউ করে কাঁদছেন এক ব্যক্তি। তার কান্নার আওয়াজে বিষয়টি নজরে আসে সকলের। এরপর স্থানীয়রা এগিয়ে আসতে তাদের সেই ব্যক্তি জানান, স্ত্রীকে নিয়ে স্কুটি কিনতে যাচ্ছিলেন। স্ত্রীর ব্যাগে ছিল ৩৫ হাজার টাকা। দুই যুবক পেছন দিক থেকে এসে ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করছিল। স্ত্রী বাধা দেওয়ায় গুলি করে চম্পট দেয় তারা। স্ত্রীর মাথার পেছনে গুলি লাগে।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সংলগ্ন নোয়াপাড়াএলাকার ঘটনা। ব্যক্তির নাম সুখবীর সিং। কিন্তু নাটকের ক্লাইমেক্সে এসেই ফাঁস হল পর্দা।
কিন্তু পরে এই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশের রাতভর ম্যারাথন জেরার মুখে অ্যাপ ক্যাব চালক সুখবীর সিং স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয়। সে জানায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি।
বছর কয়েক আগে রাজশ্রী চট্টোপাধ্যায়কে ভালোবেসে বিয়ে করে সুখবীর সিং। কিন্তু কাঁটা হয়ে দাঁড়ায় সন্দেহ। ক্যাব চালক হওয়ায় মাঝেমধ্যেই রাতে বাড়ি ফিরতে দেরি হত সুখবীরের। তাঁর মনে হতে থাকে, এলাকারই কোনও যুবকের সঙ্গে প্রেম চলছে রাজশ্রীর।
সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকা, খুঁটিনাটি বিষয়েই অশান্তি- এই সবে স্ত্রীর প্রতি সন্দেহ আরও গাঢ় হতে থাকে। তাই মনে মনে স্ত্রীকে খুন করার ছক কষে ফেলেছিল সে। আর ওই এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত নিয়ে স্থানীয়দের যে অভিযোগ, তারই ফায়দা নিতে চেয়েছিলেন সে।
পলতার একটি শোরুমে স্কুটি কিনতে যাওয়ার নাম করে স্ত্রীকে নিয়ে বেরোন সুখবীর। দূরে একটি নির্জন এলাকায় পকেট থেকে বন্দুক বের করে স্ত্রীকে লক্ষ্য করে নিজেই গুলি করে। এরপরই শুরু করে নাটক। স্থানীয়রা ছুটে আসায় ছিনতাই এর গল্প ফাঁদে সুখবীর।
কিন্তু বন্দুক কোথা থেকে জোগাড় করল সে? মনে করা হচ্ছে, ওই বন্দুক ভাড়া নিয়েছিল সে। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, রাজশ্রীর নামে থাকা ফ্ল্যাট হাতাতে এই কাজ করছেন সুখবীর। চলছে জেরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NYdNYT
September 21, 2018 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন